চট্টগ্রাম: নগরের মাদারবাড়ি স্টেশন কলোনী শোভনীয়া ক্লাবে চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুল ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার পাঠশালা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাইফুল আলম লিমন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য এবং কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক-সম্পাদক শরীফ আহম্মদ।
কর্মী সভায় সাইফুল আলম লিমন বলেন, জননেত্রী শেখ হাসিনা ও চসিক মেয়র আ জ ম নাসির ভাইয়ের হাতকে শক্তিশালী করবে কলেজিয়েট স্কুল ও কলেজ ছাত্রলীগ। পূর্বের ন্যায় অল্প কিছুদিনের মধ্যে কলেজিয়েটের কমিটি দিয়ে ছাত্রলীগের রাজনীতিকে এগিয়ে নেয়া হবে।
যুবলীগ নেতা শরীফ আহম্মদ বলেন, সন্ত্রাস ও খুনের খেলাকে রাজনীতি বলে না, কলেজিয়েট স্কুল ও কলেজের ছাত্ররা তা খুব ভাল করেই জানে। আর তাই এসব হিংসার রাজনীতিকে পেছনে ফেলে মেধার রাজনীতিতে এগিয়ে এসেছে।
তিনি বলেন, নেশাকে ত্যাগ করে মেধাকে গ্রহন করলে সাফল্য নিজে সেই ছাত্রের কাছে নত হবে।
যুবলীগ নেতা মোশারফ হোসেন লিটন বলেন, কিভাবে অন্যায় ও সন্ত্রাসকে প্রতিহত করে সুষ্ঠভাবে কমিটি দেওয়া যায় সেটাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ ফরিদ আহমেদ, চবি ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, চবি ছাত্রলীগ নেতা মোফাজ্জল হায়দার হোসাইন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রবিউল হাসান রিপন, যুবলীগ নেতা রুবেল, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান তুহিন, কামরুজ্জামান ফয়সাল, আরিফ আহমেদ। কলেজিয়েট কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নয়ন রায় প্রমুখ।