চট্টগ্রাম : দ্বিতীয় নামাজে জানাজা শেষে ফেনীর গ্রামের বাড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩ তম ব্যাচের অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্রী কামরুন্নাহার নয়ন-এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে দাফনপূর্ব জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।
এর আগে শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামরুন্নাহার নয়ন (ইন্না………রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। কামরুন্নাহার নয়নের স্বামী পিডিবি’র ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন। নয়নের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ে। শুক্রবার জামালখানস্থ পিডিবি মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযা শেষে মরহুমার লাশ ফেনীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নয়নের অকাল মৃত্যুতে চবি ২৩ তম ব্যাচের সুহৃদ বন্ধুরা ও চট্টগ্রাম কলেজের ৮৭ ব্যাচের সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেছেন। সকলে নয়নের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।