শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

| প্রকাশিতঃ ৩ জুলাই ২০২৪ | ৯:২৫ পূর্বাহ্ন

খেলাধুলা ডেস্ক : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। আজ বুধবার কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে একবার হলুদকার্ড দেখেছেন তিনি। এ নিয়ে চলতি কোপায় দুটি হলুদকার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ হবেন ভিনি।

লেভি’স স্টেডিয়ামে আজ ম্যাচের ৭ মিনিটে বাজে ফাউলের জন্য হলুদকার্ড দেখেন ভিনি। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ৮৩ মিনিটে হলুদকার্ড দেখেছিলেন তিনি।

যদিও এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি ব্রাজিলের। তবে আজকের ম্যাচে ড্র করতে পারলেই কোয়ার্টারে চলে যাবে সেলেসাওরা।