চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে জয়নাল আবেদীন নামে যুবলীগের এক নেতাকে গুলি করার ঘটনায় উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জুকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে মঞ্জুকে আটক করা হয়।
আটক হওয়া মঞ্জু চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ নেতা। গুলিবিদ্ধ জয়নাল আবেদীন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নেতা এবং আনোয়ারা উপজেলা থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীরের ছোট ভাই।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, রাতে মঞ্জু ও জয়নাল দীর্ঘক্ষণ অফিসার্স ক্লাবে ছিলেন। সেখানেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অফিসার্স ক্লাবের সামনে দুজন দাঁড়িয়ে ঝগড়া করতে থাকেন। এক পর্যায়ে মঞ্জু নিজের লাইসেন্স করা পিস্তল বের করে জয়নালের পায়ে গুলি করেন। খবর পেয়ে মঞ্জুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জয়নালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় জয়নালের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি আমরা। থানায় আটক রয়েছেন মঞ্জু। এ ব্যাপারে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় মামলা রেকর্ড হয়নি।
এদিকে পরিবহন নেতা মঞ্জুকে আটকের খবর পেয়ে তার অনুসারীরা রোববার সকাল ১০টা থেকে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে। প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। সড়ক অবরোধ চলাকালে চরম দুর্ভোগে পড়েন চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাউজান-রাঙামাটি রুটসহ নগরমুখী যাত্রীরা। আটকা পড়ে কয়েকশ যানবাহন।