মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জাতীয় নিরাপদ সড়ক দিবসে কর্ণফুলীতে সমাবেশ ও র‌্যালী

| প্রকাশিতঃ ২২ অক্টোবর ২০১৭ | ৭:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম: ‘সাবধানে চালাবো গাড়ি-নিরাপদে ফিরব বাড়ি’ এই শ্লোগানে প্রথমবারের মত সরকারিভাবে সারাদেশে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে; এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্ণফুলী উপজেলা কমিটির উদ্যোগে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

এছাড়া ড্রাইভার-যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম উদ্দীন সানী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি। প্রধান বক্তা ছিলেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, কর্ণফুলী উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি তার বক্তব্যে ২২ অক্টোবরকে সরকার জাতীয় নিরাপদ সড়ক ঘোষণা করায় শেখ হাসিনার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, এই ঘোষণা হচ্ছে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও সারা বাংলাদেশে নিরাপদ সড়ক চাই-এর কর্মীদের দীর্ঘ আন্দোলন এবং নিরলস প্রচেষ্ঠার ফসল। নিরাপদ সড়ক আমাদের প্রত্যেকেরই কাম্য, একটি দেশ উন্নয়নের শিকড়ে পৌছার জন্য সড়ক নিরাপদ হওয়া খুবই জরুরী।

আগামীতে উপজেলা প্রশাসন এবং নিরাপদ সড়ক চাই কমিটির সমন্বয়ে এই দিবসটি আরো বৃহৎ আকারে পালন করার জন্য উদ্বাত্ত আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ডাঃ হাসান মুরাদ সাগর, সমাজ সেবক দিদারুল ইসলাম, নিরাপদ সড়ক চাই-এর সহ-সভাপতি এস.এম. পের্য়া আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এম.এ রহিম, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাক মোঃ ইদ্রিস মানিক,আলোর প্রতীকের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, শিকলবাহা সমাজ উন্নয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দীন, ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন, এস,এম. জাকারিয়া, কর্ণফুলী ব্ল্যাড ডোনেশন ক্লাবের উদ্দোক্তা হাজী জসিম উদ্দীন, কর্ণফুলী সিএনজি সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুর জামান, নির্বাহী সদস্য মোঃ ইউনুস, নজরুল ইসলাম, শাহাদাত হোসেন, আজিজুর রহমান, মোঃ আকরাম, নুর মোহাম্মদ, মোঃ আলমগীর, জামাল উদ্দীন, কোরবান আলী, মোঃ সোহেল, মোঃ হাসান, মোঃ সেলিম, মোঃ মোর্শেদ, মীর আহমদ, কবির আহমদ, ফরুখ আহমদ, জকির আহমদ, নুর মোহাম্মদ, আবু নাসের, নাজিম উদ্দীন, আবু জাহেদ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, এহেছান উল্লাহ, মোঃ সাইফুল, মোঃ রাকিব, মোঃ সাহেদ, মোঃ রনি, মোঃ আল আমিন, তৌহিদুল ইসলাম জনি, মোঃ জুবাইর, মোঃ নুরুল ইসলাম, সাদ্দাম সাব্বির, মহিউদ্দীন, রাসেল, শাহেদ প্রমুখ।