মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২

| প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০১৭ | ৫:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রাউজান উপজেলার ব্রাহ্মণহাট ও ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে।

রাউজানে নিহত সেকান্দর হোসেন (৬০) রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকার বাসিন্দা সৈয়দ আমিনুর রহমানের ছেলে। আর ফটিকছড়িতে নিহত আমেনা খাতুন (৪৮) উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা আবু মুছার স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ব্রাহ্মণহাট এলাকায় একটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে যাত্রী সেকান্দর গুরুতর আহত হন। বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ফটিকছড়ির বিবিরহাট এলাকায় পপুলার হাসপাতালে ডায়বেটিস পরীক্ষা করাতে এসেছিলেন আমেনা খাতুন। বাড়ি ফেরার পথে একটি গাড়ি তাকে চাপা দেয়। বেলা ১১টার দিকে হাসপাতালে আনার পর মারা যান আমেনা।