চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘জালিয়াত চক্রের’ সদস্য সন্দেহে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক সতিয়াক আহমেদ সৌরভকে অাটক করেছে পুলিশ। বৃহস্পতিবার পাঁচলাইশ বড় গ্যারেজ এলাকা থেকে তাকে অাটক করা হয়।
ইসতিয়াক আহমেদ সৌরভ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) এসএম মোবাশ্বের হোসেন বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িত অভিযোগে গত বুধবার আটক নাজমুল কবিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সৌরভকে অাটক করা হয়েছে। তার কাছেও দুটি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। এটি একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের সদস্যরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সাথে জড়িত।
চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এসএম মোবাশ্বের হোসেন।