চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় ‘জালিয়াত চক্রের’ সদস্য অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিস্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার এই তথ্য জানান চবি প্রক্টর আলী আজগর চৌধুরী।
বহিস্কৃতরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ সৌরভ ও ইংরেজি বিভাগের ২০১২-১৩ সেশনের শরিফুল ইসলাম নাজমুল। এদের মধ্যে ইসতিয়াক আহমেদ সৌরভ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সস্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী হিসেবে পরিচিত।
চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ভর্তি পরীক্ষার প্রশ্ন জালিয়াতিতে জড়িত থাকায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছেন উপাচার্য। তাদেরকে কেন স্থায়ী বহিস্কার করা হবে- সেটা জানতে চেয়ে কারণ দর্শানো হয়েছে।
এর আগে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িত অভিযোগে গত বুধবার বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকার একটি বাসা চবি শিক্ষার্থী নাজমুলকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সৌরভকে নগরের বড় গ্যারেজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছেও দুটি ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।