মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা

| প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০১৭ | ৭:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার চা-বোর্ডের সামনে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন-নগরের বায়েজিদ এলাকার সৈয়দ হোসেনের ছেলে সৈয়দ মঞ্জুর হোসেন (৪০), মো. খলিলের ছেলে লান্টু (৩৩) ও আবদুর সালামের ছেলে রানা (৩০)। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চট্টগ্রাম নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহেদ বলেন, বায়েজিদ থানা বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সার্কিট হাউজের দিকে বাস নিয়ে যাচ্ছিল। পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসে হামলা চালিয়েছে। এরমধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন। অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বায়েজিদে আহত তিনজনকে হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের হাতে ও মুখে আঘাতের চিহ্ন আছে।