মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শ্রমিক ঐক্য পরিষদের কর্মবিরতি প্রত্যাহার

| প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০১৭ | ৭:০০ অপরাহ্ন

চট্টগ্রাম: ৪৮ ঘন্টার কর্মবিরতি প্রত্যাহার করেছে চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

সরকারের পক্ষ থেকে ৫ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ার পর রোববার বিকেল ৩টায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিকী বলেন, আমাদের ৫ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে সরকার। আশ্বাসের পর বিকেল ৩টায় কর্মসুচি প্রত্যাহার করা হয়েছে।

দাবির বিষয়ে আলোচনা করতে সোমবার বিকেলে সরকারের উধ্বর্তন কর্মকর্তাদের সাথে বৈঠক বসবে সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ নেতারা। বৈঠকে ৫ দফা দাবি মেনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।