মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে সাংবাদিক হাউজিং সোসাইটির বৈঠক

| প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০১৭ | ৭:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর দ্বিতীয় আবাসিক প্রকল্প কল্পলোক মিডিয়া টাওয়ার নির্মাণের অগ্রগতি নিয়ে ডেভেলপার প্রতিষ্ঠান জেনেসিস হোল্ডিংস এন্ড টেকনোলজিস লি. এর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে চুক্তি অনুযায়ী ৫৪ মাসের মধ্যে অর্থাৎ ২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার অনুরোধ জানান সমিতির নেতৃবৃন্দ।

এসময় দ্রুত ভবনটি নির্মাণে ডেভেলপার প্রতিষ্ঠানকে ওয়ার্ক প্ল্যান তৈরী, ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলাসহ ৭দফা প্রস্তাবনা দেয়া হয়। সমিতির পক্ষ থেকে দেয়া এসব প্রস্তাবনা নিয়ে ডেভেলপার প্রতিষ্ঠান ’জেনেসিস’ নিজেদের মধ্যে বৈঠক করে আগামী ১৫দিনের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে সমিতির পক্ষে নেতৃত্ব দেন সমিতির সভাপতি স্বপন মল্লিক। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সমীর কান্তি বড়ুয়া, সম্পাদক হাসান ফেরদৌস, কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য মহসীন কাজী ও মঞ্জুরুল আলম মঞ্জু। জেনেসিসের পক্ষ্যে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুছা। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহসিন চৌধুরী, আবদুল মন্নান।