চট্টগ্রাম: নিরক্ষরতা মুক্ত দেশ গঠনের প্রত্যয়ে শিকলবাহা দ্বীপ কালামোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্প্রতি শিক্ষা সামগ্রী বিতরণ করেছে আলোর প্রতীক।
এ সময় উপস্থিত ছিলেন শিকলবাহা ১নং ওয়ার্ডের ইউ.পি সদস্য ইদ্রিস বাবুল, দ্বীপকালামোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উৎপলা সেন, জাতীয় শ্রমিক লীগ পটিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক খলিল আহমদ, আলোর প্রতীকের আহ্বায়ক সেলিম উদ্দীন সানী, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক, যুবনেতা বাবুল হক, সদস্য মোঃ আরিফুল ইসলাম, মোস্তাক আহমদ মুন্না, শহীদুল ইসলাম রনি, মোঃ মামুন, মোঃ সালাউদ্দীন, মোঃ সাইফুল, মোঃ আলী ডালিম, মোঃ শাহেদ প্রমুখ।
শিক্ষা সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, আমাদের প্রত্যাশা শিক্ষা সামগ্রীপ্রাপ্ত এই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা একদিন দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে দেশের অহংকারে পরিণত হবে। দেশের উন্নয়নে তারা অনেক অবদান রাখবে।