মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ঘূর্ণিঝড় ‘মোরা’য় নিখোঁজ ৫৩ জেলে পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান

| প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০১৭ | ১০:১৫ অপরাহ্ন

মহেশখালী (কক্সবাজার): ঘূর্ণিঝড় মোরা’র কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ ৫৩ মাঝি-মাল্লার পরিবারের মাঝে ১৫ লাখ টাকা বিতরণ করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের দেয়া উক্ত অনুদানের টাকা বিতরণের অায়োজন করে মহেশখালী সমাজসেবা অফিস ও প্রকল্প বাস্তবায়ন অফিস।

রোববার বিকেল ৪টায় মহেশখালী উপজেলা পরিষদ হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিটি নিখোঁজ জেলে পরিবারকে ২৮ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অাবুল কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অালহাজ্ব অাশেক উল্লাহ রফিক।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও উপজেলা অাওয়ামী লীগ সভাপতি অালহাজ্ব অানোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌর মেয়র অালহাজ্ব মকছুদ মিয়া, সহকারী কমিশনার ভূমি বিভীষন কান্তি দাশ, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল অালম সাকিব, উপজেলা সমাজ সেবা অফিসার এমরান হোসেন, সাবেক চেয়ারম্যান অালহাজ্ব শামসুল অালম।

উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ছালামত উল্লাহ, অাব্দুস শুক্কুর প্রমুখ।

প্রসঙ্গত গত ২৯ মে প্রাকৃতিক ঘূর্ণিঝড় মোরা’য় মহেশখালী পৌর এলাকাসহ আশপাশের ইউনিয়নে ৫৩ জন জেলে সাগরে নিখোঁজ হয়। তাদের পরিবারের সদস্যদের পূর্নবাসনের লক্ষে সরকারী-বেসরকারী উদ্যোগে বিভিন্ন সময়ে অনুদান দেয়া হয়।