মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বেনাপোলে ভারতীয় রুপিসহ আটক একজন

| প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০১৭ | ১০:৩১ অপরাহ্ন

আরিফুজ্জামান আরিফ, যশোর, বেনাপোল : বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ৩৫ হাজার ৮শ ২০ ভারতীয় রুপিসহ রুমন খান (৩১) নামে এক মূদ্রা পাচারকারীকে আটক করেছে।

রোববার দুপুর ২টার সময় বেনাপোল নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে তাকে আটক করেন। তিনি সিলেট জেলার সদর থানার শিবগঞ্জ গ্রামের হেলালের ছেলে।

আটকের সময় তিনি কোনো পাসপোর্ট ভিসা দেখাতে পারেননি। তবে তার গলায় ঝুলানো বেনাপোল কাস্টম হাউসের একটি সিএন্ডএফের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করে বিজিবি।

বিজিবি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মুদ্রাপাচারকারী বিপুল পরিমাণ ভারতীয় রুপি নিয়ে নোম্যান্স ল্যান্ড এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশী করে ৩৫ হাজার ৮শ ২০ ভারতীয় রুপি পাওয়া যায়।

তার বিরুদ্ধে মূদ্রাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।