বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১২ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার সকালে রঘুনাথপুর গ্রামের পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।
আটকদের বাড়ি নড়াইল, বরিশাল, পিরোজপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রঘুনাথপুর সীমান্তের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ছয়জন মহিলা, চারজন পুরুষ ও দুটি শিশুকে আটক করে।’
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।