মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সিইপিজেডে পোশাক কারখানার ক্যান্টিনে আগুন

| প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০১৭ | ৪:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানার ক্যান্টিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ইপিজেডের ২ নম্বর রোডের মেরিমো গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের কর্মকর্তা ওসমান গণি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। এরপর দুপুর সোয়া ১টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, পাঁচতলা ভবনের ছাদে প্রতিষ্ঠানটির ক্যান্টিনে আগুন লাগে। মূল কারখানায় আগুন ছড়াতে পারেনি। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।