মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আ’লীগ নেতা শাহাদাত হোসেন সাকার কণ্ঠকে আমার বলে চালানোর চেষ্টা করছে : ডা. শাহাদাত

| প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০১৭ | ৫:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছেন দলটির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, আ.লীগ নেতা শাহাদত হোসেন সাকার কন্ঠ বিকৃত করে তার উপর দায় চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ।

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ডা. শাহাদাত এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, পেশাগতভাবে আমি একজন চিকিৎসক। ৩০ বছর ধরে রাজনীতি করছি, কোনো ধরনের অপরাজনীতির সঙ্গে আমি কোনোদিন জড়িত ছিলাম না। অথচ ফেনীর হামলায় জড়িতদের নাম ও ছবিসহ মিডিয়া ও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশিত হয়েছে। যার পরিচালনায় মূল দায়িত্বে ছিলেন শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূইয়া, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন সাকা। চেয়ারম্যান শাহাদত হোসেন সাকার নামের জায়গায় আমার নাম দিয়ে এই অপপ্রচার চালানো হয়েছে। এটি একটি মহলের পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, অডিও বার্তার সঙ্গে আমার কণ্ঠের কোনো মিল নেই। অসুস্থ রাজনীতি ও সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন শাকুর কণ্ঠকে বিকৃত করে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টা হচ্ছে। শুধু তাই নয় কথিত একটি অনলাইন পত্রিকা এনিয়ে মিথ্যা প্রতিবেদনও প্রকাশ করেছে। ওই অনলাইন পত্রিকার বিরুদ্ধে মামলা করার চিন্তা করছি। এ ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট দেলোওয়ার হোসেন, নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, আশরাফ চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, যুগ্ম সম্পাদক ইস্কান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু, দক্ষিণ জেলা বিএনপি নেতা ও চেয়ারম্যান লিয়াকত আলী ,যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল আলম, চকবাজার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বাবুল, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর হোসেন প্রমুখ।