মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কর্ণফুলীতে সুধী সমাবেশ

| প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০১৭ | ৭:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ এই শ্লোগানে প্রথমবারের মত সরকারিভাবে সারাদেশে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে; এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্ণফুলী উপজেলা কমিটির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ অক্টোবর শিকলবাহাস্থ সাউথ চিটাগাং গ্রামার স্কুলের অডিটরিয়ামে নিরাপদ সড়ক চাই কর্ণফুলী উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম উদ্দীন সানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রানার সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

প্রধান অতিথি তার বক্তব্যে ২২ অক্টোবরকে সরকার জাতীয় নিরাপদ সড়ক ঘোষণা করায় ও আগামী অর্থবছরে সরকারীভাবে প্রায় ১ লক্ষের অধিক ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সড়ক দুর্ঘটনা থেকে জনগণকে রক্ষা করতে জনসচেতনতা বৃদ্ধি করতে এলাকার জনপ্রতিনিধিদের এগিয়ে আসার উদ্বাত্ত আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘পথচারিরা গাড়ি থেকে নামার সময় ডানে-বায়ে না থাকানো, চালকের অসতেনতা, জেব্রা ক্রসিং ব্যবহার না করা, ওভারব্রীজ থাকার সত্ত্বেও পথচারি সড়কের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হওয়া, চালকের নূনতম প্রশিক্ষন না থাকা, নির্দিষ্ট বাস না থামিয়ে যেখানে সেখানে যাত্রি উঠা নামা করা, বেশি গতিতে গাড়ি চালানো, ওভারটেক করা দূর্ঘটনার অন্যতম কারণ। যত গতি, তত ক্ষতি। ’

‘বিগত ২৪ বছর সড়ক দূর্ঘটনারোধে নিসচা আন্দোলন করে আসছে, কিন্তু কাঙ্খিত সাফল্য অর্জন হয়নি। তাই জাতিসংঘের দেয়া শর্ত পূরণ করার লক্ষে আগামিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

এতে প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এহসান উল হক কামাল, সাংগঠনিক সম্পাদক এস.এম. আজাদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমদ সাজীব।

এতে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি সামশুল ইসলাম আরজু, জামাল আহমদ সওদাগর, কর্ণফুলী সিএনজি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক নুরজ্জামান, সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস.এম. পেয়ার আলী, যুবলীগ নেতা ডাঃ হাসান মুরাদ সাগর, মোঃ হানিফ, আবদুল হালিম, শিকলবাহা সমাজ উন্নয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দীন, শিকলবাহা ৭নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মোঃ ওসমান, ৯নং ওয়ার্ডের ইউ.পি সদস্য আবু তাহের, সাউথ চিটাগাং গ্রামার স্কুলের অধ্যক্ষ নুর মোহাম্মদ, নিসচা কর্ণফুলী উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন, মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক বশির আহমদ চৌধুরী, এম.এ রহিম, দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জিয়াউল হক, ক্রীড়া সম্পাদক ইদ্রিস হায়দার মানিক, তথ্য ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য হাজী জসিম উদ্দীন, মোঃ ইউনুছ, মোঃ আলমগীর, আলী আকবর, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, শেখ আনসার, মোঃ শফিকুল ইসলাম, মহিউদ্দীন, দিদারুল ইসলাম, নাজিম উদ্দীন, শহীদুল ইসলাম রনি, মোঃ মামুন, মোঃ সাইফুল, মোঃ রাসেল প্রমুখ।

সমাবেশ শেষে নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিসচা কর্ণফুলী উপজেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম ফারুকের অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।