মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

গৃহকর: সাড়ে ৪২ লাখ টাকা ছাড় পেয়েছেন ৯৯ জন

| প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০১৭ | ৭:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পঞ্চবার্ষিকী কর পুনঃমূল্যায়ন বিষয়ে আপিলকারীদের গৃহকর আপিল শুনানীর দ্বিতীয় দিন সোমবার ৯৯ জন হোল্ডারের আপত্তি নিষ্পত্তি হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিকী কর পুনঃমূল্যায়ন বিষয়ে আপিলকারীদের শুনানীর দ্বিতীয় দিনে ১২৫ জন হোল্ডারের নিকট পত্র প্রেরন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তন্মধ্যে আপিল বোর্ডের সামনে ৯৯ জন উপস্থিত হয়ে তাদের আপত্তি উত্থাপন করেন।

সোমবার আপিল বোর্ডে অংশগ্রহনকারী হোল্ডারদের অ্যাসেসমেন্ট ভেল্যু ছিল ৬৪ লাখ ৬০ হাজার টাকা। হোল্ডারদের মতামত আমলে নিয়ে আপিল বোর্র্ড আপিল নিষ্পত্তিক্রমে ভেল্যু ২১ লাখ ৯০ হাজার ৯শত টাকা চূড়ান্তভাবে ধার্য্য করেছে। ফলে অ্যাসেসমেন্ট ভেল্যু থেকে ৪২ লাখ ৬৯ হাজার ১শত টাকা ছাড় পেয়েছে হোল্ডাররা। এর ফলে ৬৬ দশমিক ৯ শতাংশ ভেল্যু হ্রাস পেল। বিশাল অংকের এ ছাড়ের ফলে আপিলে অংশগ্রহনকারী হোল্ডারগণ খুশি মনে রিভিউ বোর্ড থেকে ফিরে যান।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সিদ্ধান্তের প্রেক্ষিতে রোববার আপিল রিভিউ বোর্ডের বিবেচনায় গরীব ৪ জন হোল্ডারের গৃহকর সম্পূর্ণ মওকুফ করা হয়।

সোমবারের রিভিউ বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করেন ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল হক। আপিল রিভিউ বোর্ড সদস্য প্রকৌশলী মো. হারুন, এডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, ট্যাক্সেশন অফিসার জানে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।