চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকা থেকে ৬ হাজার ১০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। বুধবার দিবাগত রাতে কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে কালভার্টের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ কামাল হোসেন (৬০) ও মোঃ দেলোয়ার হোসেন (৩০)।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক শাহেদা সুলাতানা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৬ হাজার ১০০ ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৩০ লাখ টাকা। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা হয়েছে।