মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

| প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০১৭ | ১:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে পৃথক অভিযানে পাঁচ হাজার ১০০ ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার দিবাগত রাতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার ও সিনেমা প্যালেস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবুল কালাম (৪৫), মো. ইউসুফ (২০) ও খালেদা বেগম (২৩)। তাদের মধ্যে কালাম ও ইউসুফ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাসিন্দা ও খালেদা টেকনাফের হ্নীলা রঙ্গীখালির বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ বলেন, শুক্রবার দিবাগত গভীর রাতে ফিরিঙ্গী বাজার এলাকায় টেকনাফ থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। সেখানে কালাম ও ইউসুফের কাছে তিন হাজার ৬০০ ইয়াবা পাওয়া যায়। এছাড়া সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে খালেদাকে দেড় হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।