চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় শামীন অ্যাসোসিয়েট নামের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানে আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে ছড়িয়ে পড়া গ্যাস বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলেন- মাসুদ হাসান (৪৫), আনোয়ারুল কবির (২৪) ও সানোয়ার হোসেন (১৮)। দগ্ধ মাসুদ সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। অন্য দুজন প্রতিষ্ঠানটির কর্মী।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, শামীন অ্যাসোসিয়েট নামের ওই সিএন্ডএফ প্রতিষ্ঠানটি গত ১ নভেম্বর থেকে নতুন কার্যালয়ে কাজ শুরু করে। সকাল সোয়া ৯টার দিকে মাসুদ হাসান তার দুই অফিস স্টাফকে নিয়ে প্রতিষ্ঠান খুলে অফিস করছিলেন। আনুমানিক পৌনে ১০টার দিকে অফিস খুলে কাজ করতে যাওয়ার সময় বৈদ্যুতিক সুইচ দেওয়ার সাথে সাথে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন বলেন, টিনশেড সেমিপাকা এক কক্ষের কার্যালয়টিতে ছোট একটি রান্না ঘর রয়েছে। সেখানে চুলা না থাকলেও গ্যাসের সংযোগ ছিল। গ্যাসের লাইনের সুইচ বন্ধ থাকলেও সেটি দিয়ে হাল্কা গ্যাস নির্গত হচ্ছিল।
তিনি বলেন, সারারাত কক্ষটি বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে গিয়েছিল। বিস্ফোরণের পর ওই প্রতিষ্ঠানটির চালা উড়ে গেছে এবং দরজা ভেঙে গেছে। এছাড়া আসবাব ও কাগজপত্রসহ বেশকিছু সরঞ্জাম পুড়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ বলেন, অগ্নিদগ্ধদের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য আনা হয়। তবে তবে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‘এদের মধ্যে মাসুদের অবস্থা আশঙ্কাজনক। তিনজনের মধ্যে দুইজনের শরীরের ৭০ এবং একজনের ৬০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে তিনজনেরই। দগ্ধদের মধ্যে মাসুদ হাসানের অবস্থা আশঙ্কাজনক।’