মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

৭ই মার্চের ভাষণের স্বীকৃতি প্রাপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

| প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০১৭ | ১০:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি প্রাপ্তিতে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন পুনরায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে শেষ হয়।

সমাবেশে সংগঠনের সভাপতি বখতিয়ার সাঈদ ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তৈয়বের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ চৌধুরী ফারুক, মোঃ আলাউদ্দিন, মোঃ সাইফুদ্দীন, যুগ্ম সম্পাদক শওকতুল আনাম সোহেল, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য মাহমুদুল হক, আরাফাত, তরিকুল কালাম তুহিন, উপ-সম্পাদক মিজান, রুবেল, সদস্য তানভীর তপু, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, রাউজান উপজেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক পিপলু, রাউজান উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি মেজবাহ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক সীমান্ত, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদসহ বিভিন্ন উপজেলা, কলেজ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি, ইতিহাসের রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, রাজনীতির কবি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যে ভাষণ বা রাজনীতির কবিতা জাতির উদ্দেশ্যে বলেছিলেন সেটা ছিল ঐ প্রেক্ষাপটে বাঙালির মুক্তির সকল নির্দেশনা। যে ভাষণ বাঙালির হাজার বছরের চলার পথের একমাত্র পাথেয়।