মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আমিন জুট মিলে পাটের গুদামে আগুন, আহত ৩

| প্রকাশিতঃ ৭ নভেম্বর ২০১৭ | ১২:২২ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানাধীন আমিন জুট মিলের একটি গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ৪ নম্বর গুদামে আগুন ধরে যায়। ওই গুদামে প্রচুর পাট রয়েছে।

ফায়ার সার্ভিস ও চমেক হাসপাতাল সূত্র জানায়, আগুন নেভানোর কাজ করার সময় পাটের বস্তা পড়ে ফায়ার সার্ভিসের দুইজনসহ আমিন জুট মিলের ১ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরোয়ার জাহান জানান, উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দীনের নেতৃত্বে ৪টি ইউনিটের ৯টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত পরিদর্শক জহিরুল ইসলাম জানান, আমিন জুট মিলে আগুন নেভানোর সময় আহত দুই ফায়ারম্যান ও জুট মিলের একজন কর্মীকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে বায়েজিদ স্টেশনের মাঈনুদ্দিনকে (৪৮) ১৯ নম্বর ওয়ার্ডে এবং কালুরঘাট স্টেশনের আবদুর রবকে (৪০) ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।