সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আদার চর ইমাম আবু হানিফা হেফজখানা পরিদর্শনে দক্ষিণ জেলা জামায়াত আমীর

| প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০২৪ | ১২:১৮ অপরাহ্ন


একুশে ডেস্ক : লোহাগাড়া উপজেলার কলাউজান আদার চর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসার হিফজ বিভাগ পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

আজ শনিবার (১৯ অক্টোবর) সকালে মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক সভায় কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মো. মাহিন। এরপর শিক্ষার্থী মো. রাকিব অতিথিদের সম্মানে সংগীত পরিবেশন করেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম. ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

মাদ্রাসার অর্থ সম্পাদক মাস্টার ইউসুফের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন কলাউজান দারুচ্ছুন্নাহ সিনিয়র আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইদ্রিস হেলালী।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা আবদুল মোনাফ, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা খুলু মিয়া, মো. সোলাইমান, খাইর আহমদ, সহকারী সেক্রেটারি মিনহাজ উদ্দিন মাহি, সহকারী অর্থ সম্পাদক ব্যাংকার মো. আবছার উদ্দীন, শিক্ষা বিভাগের পরিচালক মাস্টার জাহেদ হোসেন, উপ-পরিচালক মাস্টার আলিম সামাদ, সাংবাদিক ওমর ফারুক, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. ইরফান ও হাফেজ মো. আয়াত উল্লাহ, এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. ছাত্তার, মো. আবদুল মান্নান, আবদুর রশিদ ও মো. আলমগীর।

পরিদর্শন শেষে প্রধান অতিথি মাদ্রাসার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং নিয়মিত সহযোগিতার আশ্বাস দেন।