মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ধোঁয়ায় দমবন্ধ হয়ে নারীর মৃত্যু

| প্রকাশিতঃ ৭ নভেম্বর ২০১৭ | ৩:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক বাড়িতে আগুন লাগার সময় ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে তৈয়ব উল্লাহর বাড়িতে রান্নাঘরের চুলা থেকে ওই আগুন লাগে।

নিহত হামিদা আক্তার (২৯) বাঁশখালী পৌরসভার উত্তর জলদি এলাকার ১ নম্বর ভাদালিয়া ওয়ার্ডের তৈয়ব উল্লাহর স্ত্রী। আগুন লাগার ঘটনায় তাদের ১২ বছর বয়সী মেয়ে সাইমা আক্তারও আহত হয়েছে; তাকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাঁশখালী থানার এসআই উৎপল চক্রবর্তী বলেন, রাতে তৈয়বের বাড়িতে রান্নাঘরের চুলার পাইপ ছিদ্র হয়ে আগুন লাগে। এতে সৃষ্ট ধোঁয়ায় দমবন্ধ হয়ে হামিদা মারা যান। তার শরীরে আগুনে পোড়ার কোনো চিহ্ন নেই। আগুন তৈয়বের পাশের বাড়ির আবদুল মান্নান নামে একজনের ঘরেও ছড়িয়ে পড়েছিল। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে।