বেনাপোল প্রতিনিধি : শার্শায় শ্লীলতাহানীর অভিযোগে আব্দুর রহমান নামে (৩৫) এক ব্যক্তিকে একমাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত যুবক সাতক্ষীরা সদরের ইটাগাছা এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং বর্তমান নাভারন রেলবাজার এলাকায় শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসাবে বসবাস করে।
শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ জানান, মঙ্গলবার সকাল ৯টায় নাভারন বুরুজবাগান বালিকা বিদ্যালয় এলাকায় শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৫৪ ধারায় আব্দুর রহমানকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় এলাকাবাসী উপজেলা প্রশাসনের এ কার্যক্রমকে সাধুবাদ জানান।