চট্টগ্রাম : গুরুতর অসুস্থ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বেলা ৩ টার দিকে স্কয়ার হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম থেকে নিয়ে যাওয়া হয়। মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রগুলো বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্কয়ার হাসপাতালে মহিউদ্দিন চৌধুরীর সন্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ কেন্দ্রীয় নেতারা অপেক্ষা করছেন। স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণের পর সেখানেই মহিউদ্দিন চৌধুরীর চিকিৎসা হবে, নাকি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, বাবার সুস্থতা ও সুচিকিৎসার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে শনিবার রাত সোয়া ১০ টার দিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে নগরীর ম্যাক্স হাসপাতালে মহিউদ্দিন চৌধুরীকে ভর্তি করা হয়। ডাক্তাররা তার শারীরিক অবস্থা দেখে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে স্থানান্তর করেন।
মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, তাঁর দুটি কিডনিতে সমস্যা। পা দুটো দুর্বল। শরীর উপরের দিকে ভারি এবং নিচের দিকে হালকা হয়ে গেছে। দীর্ঘদিন ধরে হার্ট, ডায়বেটিক, রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। অনেকবার তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। অনেকটা মনের জোরেই চলছিলেন বর্ষীয়ান এ নেতা।