
আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের আসর আয়োজিত হয়েছিল যুক্তরাজ্যের মাটিতে। দেশটির ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক সেই টুর্নামেন্টের দুইটি ম্যাচ টিকিট না কেটে স্টেডিয়ামে বসে বিনা মূল্যে উপভোগ করেছিলেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
২০১৯ সালের ৫ জুন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচে উপস্থিত ছিলেন টিউলিপ। এছাড়া লর্ডসে অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটিও তিনি দেখেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ সময় তার সঙ্গে ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এছাড়া টিউলিপের ভাই-বোনও সেখানে ছিলেন।
গতকাল শনিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টিউলিপ যেই দুইটি ম্যাচ দেখেছেন, দুপুরের খাবারসহ প্রতিটি ম্যাচের টিকিটের দাম ছিল ৩৫৮ দশমিক ৮০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৫৩ হাজার টাকা।
টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি) দায়িত্ব পালন করছেন তিনি। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের বিশেষ দায়িত্ব টিউলিপের।
যুক্তরাজ্যে টিউলিপকে দুর্নীতি সামাল দেওয়ার দায়িত্ব দেওয়া হলেও বাংলাদেশেই তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। বাংলাদেশে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক, তাঁর খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।
টিউলিপের বিরুদ্ধে আরও অভিযোগ, আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের নিয়ে ২০১৯ সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তৎকালীন লেবার পার্টির নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের হয়ে প্রচারণা চালিয়েছিলেন তিনি। সবমিলিয়ে যুক্তরাজ্যে তার মন্ত্রিত্ব পদ এখন বেশ নড়বড়ে। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।