মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে

| প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৭ | ১১:২৬ অপরাহ্ন

চট্টগ্রাম: উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেট এয়ার অ্যাম্বুলেন্স মহিউদ্দিনকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

মহিউদ্দিনের ব্যক্তিগত সহকারী ওসমান গণি এই তথ্য জানিয়েছেন।

বিমানবন্দরের নেওয়ার আগে এবিএম মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিমানবন্দরে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ও শাহজাদা মহিউদ্দিন প্রমুখ।

এর আগে গত শনিবার রাত সোয়া ১০ টার দিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে নগরীর ম্যাক্স হাসপাতালে মহিউদ্দিন চৌধুরীকে ভর্তি করা হয়। ডাক্তাররা তার শারীরিক অবস্থা দেখে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে স্থানান্তর করেন। সেখান থেকে রোববার বেলা ৩ টার দিকে স্কয়ার হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম থেকে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত অসুস্থ আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিনের দুটি কিডনিতে সমস্যা। পা দুটো দুর্বল। শরীর উপরের দিকে ভারি এবং নিচের দিকে হালকা হয়ে গেছে। দীর্ঘদিন ধরে হার্ট, ডায়বেটিক, রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। অনেকবার তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। অনেকটা মনের জোরেই চলছিলেন বর্ষীয়ান এ নেতা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আন্দোলন করে আসছেন। চট্টগ্রামের তিন বারের মেয়র মহিউদ্দিন অসুস্থ শরীরেও শনিবার বিকালে নগরীতে মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য রাখেন। টানা তিনবার নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ২০১০ সালে সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত হন। এরপরও চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতির বড় অংশের নিয়ন্ত্রক হিসেবে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে ধরা হয়।