রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের কেটি ক্রোক-এর সাথে মফিজুর রহমানের মতবিনিময়

| প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০১৭ | ৭:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম : ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক চীফ অব পার্টি, কেটি ক্রোক দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উভয়ের মধ্যে দেশের চলমান পরিস্থিতি ও আগামী সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়।

শুরুতেই বাংলদেশে আশ্রিত বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সরকারের আন্তরিকতা, সহায়তা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন কেটি ক্রোক।

তিনি এসময় সকল নিবন্ধিত দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন বিষয়ে সকলের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন বাংলাদেশ গণতন্ত্রের জন্য অনন্য দৃষ্টান্ত। আশা করি নির্বাচন নিয়ে সকল সংকট দ্রুত নিরসন হবে। নির্বাচনে ধর্মের অপব্যবহার ও জঙ্গিবাদ দমনের উপর গুরুত্বারোপ করেন তিনি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দেশের চলমান পরিস্থিতি, সরকারের উন্নয়ন, সাফল্য, গণতন্ত্রের অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদানের ধারাবাহিক চিত্র তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক আবু জাফর, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রামের সিনিয়র সমন্বয়ক সদরুল আমিন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, মো সেলিম উদ্দিন প্রমুখ।