
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন সোসাইটি (জ্যাকস)-এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি হলে আয়োজিত অনুষ্ঠানে জানুয়ারি-জুন ২০২৫ সেশনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আওরঙ্গজেব। তিনি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বিকাশে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে বলেন, “একজন সাংবাদিকতার ছাত্র শুধু ক্লাসে বসে পুরোপুরি শিক্ষিত হতে পারে না। সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যাকস এক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবে। এটি একটি পেশাদার ক্লাব, এবং এর সদস্যরা পেশাগত জীবনে অনেক দূর এগিয়ে যাবে।”
বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস. এম. শোয়েভ বলেন, “বর্তমান বিশ্বে গণমাধ্যমের ভূমিকা দিন দিন বিস্তৃত হচ্ছে। এই পরিবর্তনশীল বাস্তবতায় নিজেকে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলতে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। জ্যাকস সে লক্ষ্যে একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও জ্যাকস-এর প্রধান উপদেষ্টা ইয়াসির সিলমীর সভাপতিত্বে এবং বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের প্রভাষক ও জ্যাকস-এর উপদেষ্টা সরওয়ার কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আসমা আক্তার, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি আনিসুর রহমান ও বিজনেস স্টুডেন্ট সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাইবিত।
সভাপতির বক্তব্যে ইয়াসির সিলমী বলেন, “জ্যাকস কেবল একটি ক্লাব নয়, এটি শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষতা অর্জনের একটি মঞ্চ। এই সংগঠন শিক্ষার্থীদের সাংবাদিকতার বাস্তব জগতে প্রবেশের জন্য দক্ষ করে তুলবে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করবে।”
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আওরঙ্গজেব জানুয়ারি-জুন ২০২৫ সেশনের জন্য জ্যাকস-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
জ্যাকস-এর নবনির্বাচিত কার্যকরী কমিটি:
* সভাপতি: উম্মুল মাছাকিন ফাল্গুন
* সহ-সভাপতি: সুমাইয়া সুলতানা
* সাধারণ সম্পাদক: রায়হানুল ইসলাম
* যুগ্ম সম্পাদক: নুসরাত জাহান
* কোষাধ্যক্ষ: মুইনুদ্দীন চৌধুরী
* সহকারী কোষাধ্যক্ষ: শাকিলা আফসানা
* সাংগঠনিক সম্পাদক: জবা ভট্টাচার্য্য
* ইভেন্ট ও পরিকল্পনা সম্পাদক: টিপু সুলতান
* প্রচার ও প্রকাশনা সম্পাদক: আকরাম হোসেন রানা
* ক্রীড়া সম্পাদক: নিশান চৌধুরী নিশু
* সাংস্কৃতিক সম্পাদক: সুমা বড়ুয়া
* নির্বাহী সদস্য: মো. শহিদুল ইসলাম, তানভীর হোসেন, সুচিত্রা মল্লিক এবং সাবিকুন্নাহার।
* অনারারি মেম্বার: আসমা আকতার এবং ইমরান খান (প্রাক্তন শিক্ষার্থী)।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও জ্যাকস-এর উপদেষ্টা প্রভাষক মো. নকিব, প্রভাষক মো. নঈম উদ্দীন ও প্রভাষক তাসনুভা তাহসিন এবং অতিথি শিক্ষক রাফি তাহসিমা রহিম এবং সুধা মহাজন উপস্থিত ছিলেন।