আরিফুজ্জামান আরিফ, বেনাপোল প্রতিনিধি : সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে দলে ফিরিয়ে নেওয়ায় শার্শায় বিএনপির নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।
বিগত ১০ বছর পুর্বে মফিকুল হাসান তৃপ্তিকে তৎকালীন বিএনপির মহাসচিব মান্নান ভুইয়ার সাথে সংস্কারপন্থি হিসাবে দলীয় প্রধান খালেদা জিয়া দল থেকে বহিস্কার করেন। অনেকদিন পর দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ায় শার্শার বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
শার্শা উপজেলার বিএনপির একাংশ মনে করছেন, বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করার মত প্রার্থি বিএনপির একমাত্র মাফিকুল হাসান তৃপ্তি। তার মত মেধাবী যোগ্য নেতা শার্শা উপজেলায় দ্বিতীয়টি নাই বলে মন্তব্য করেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাসান জহিরের কাছে তৃপ্তিকে দলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, আমরা শুনেছি। তবে আমাদের কাছে এখনো কোনো চিঠি আসেনি। তিনি অভিযোগ করেন, গত ১০ বছর তাকে তৃণমূল নেতাকর্মীদের সাথে দেখা যায়নি। তিনি ঢাকায় বসে থাকেন। ঈদপার্বণে বাড়ি এসে মুষ্টিমেয় কিছু লোকজন নিয়ে খাওয়া দাওয়া করে আবার ঢাকায় ফিরে যান।