ঢাকা: ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলা কেন বাতিল করা হবে না তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত।
মঙ্গলবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনীরুজ্জামান কবীর বলেন, ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় বিশেষ আইনে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় আদালত ডা. শাহাদাতকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। একইসঙ্গে এ মামলা কেন বাতিল করা হবে না, এ মর্মে শোকজও করেছেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন।