
নরসিংদীর পলাশে পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে গড়ে ওঠা চীনা মালিকানাধীন একটি ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে ‘জিনওয়ান স্টোরেজ’ নামের ওই কারখানায় অভিযান চালিয়ে এটি বন্ধ করে দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, পলাশ থানার ওসি মনির হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, কারখানাটি ২০১৭ সাল থেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ব্যাটারি উৎপাদন করে আসছিল। এটি ফুলবাড়িয়ার ফসলি জমিসহ পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করছিল।
“লিড এসিড ব্যাটারি তথা বর্জ্য উৎপাদনকারী কোনো কারখানা এই এলাকায় স্থাপন করার আইনগত কোনো সুযোগ নেই। তাই তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে।”
অভিযানে কারখানাটির বিদ্যুৎ ও জেনারেটরের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট আরও জানান, জিনওয়ান স্টোরেজ কারখানার মালামাল সরিয়ে নেওয়া হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে। পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণকারী এই ব্যাটারি কারখানাটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি নতুন রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিও (এনসিপি) স্থানীয়দের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি পালন করে।