ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দেশটিতে গেছেন।
বুধবার বেলা ২টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।
বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা এ সেমিনার অংশ নেবেন। আগামী ৩০ নভেম্বর বেজিংয়ে শুরু হয়ে ওই আন্তর্জাতিক সেমিনার চলবে ৩ ডিসেম্বর পর্য্ন্ত।
মির্জা ফখরুলের একান্ত সহকারী কৃষিবিদ মো. ইউনুস আলী জানিয়েছেন, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মহাসচিব চীন গেছেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে সাংবাদিক মাহফুজউল্লাহ ও আইনজীবী আসাদুজ্জামান রয়েছেন।
সেমিনার শেষে আগামী ৪ ডিসেম্বর মির্জা ফখরুল দেশে ফিরে আসবেন বলে জানান ইউনুস আলী।