ঢাকা : সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে চারটি ছোট রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক মোর্চা ‘যুক্তফ্রন্ট’।
দলগুলো হলো-বিকল্প ধারা, জাসদ (রব), কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য। সোমবার রাতে জাসদ সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এই জোটের ঘোষণা দেওয়া হয়। জোটের চেয়ারম্যান হয়েছেন বদরুদ্দোজা চৌধুরী।
জাসদ (রব) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন জানান, ‘ সোমবার রাত সাড়ে ৮টায় জাসদ সভাপতি আসম আবদুর রবের বাসায় বৈঠকে বসেন ছোট চারটি দলের শীর্ষ নেতারা। তৃতীয় একটি জোট গঠনের লক্ষ্যে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিকল্প ধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাসদ সভাপতি আসম রব ও আবদুল মালেক রতন।’
জোট গঠনের বিষয়ে অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বৈঠক শেষে সাংবাদকিদের বলেন, ‘দীর্ঘদিন ধরেই চেষ্টা করছি। এই জোট চার দলীয় বা পাঁচ দলীয় কোনো জোট নয়। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের ভাগ্যে পরিবর্তনে বিশ্বাস করেন তাদের সবাইকে আমরা আহ্বান করব। সবার জন্য এই জোটের দুয়ার খোলা। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের স্বার্থে জোট করেছি। যেন গ্রামের মানুষের উন্নয়ন হয়, তারা যেন খেতে পায়, পরতে পারে এবং দেশের মানুষ যেন শান্তিতে থাকে। গণতন্ত্রকে গ্রাম পর্যন্ত বিস্মৃত হয় ও দেশে যেন সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ হয়, এটাই আমাদের লক্ষ্য।’
আবদুল মালেক রতন জানান, ‘এক বা দু সপ্তাহ পর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। এই সময়ের মধ্যে জোটের কাঠামো, কর্মসূচি ঠিক করা হবে।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন জোট গঠন করায় বি. চৌধুরী এবং মাহমুদুর রহমান মান্নাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন বলে জানা গেছে।