শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৫ | ৭:৩২ অপরাহ্ন


দেশব্যাপী ‘গোপন তৎপরতায় মব সৃষ্টির অপচেষ্টা’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের চেঙ্গি স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

বক্তব্য রাখতে গিয়ে এম এন আবছার বলেন, “গুপ্ত বাহিনী সারাদেশে ষড়যন্ত্রের জাল তৈরি করছে। তারা তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। এই অদৃশ্য শক্তির দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।”

জনগণকে “বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না” উল্লেখ করে তিনি ষড়যন্ত্রকারীদের “দাঁতভাঙ্গা জবাব” দেওয়ার হুঁশিয়ারি দেন।

সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাবেক জেলা ছাত্রদল সভাপতি শাহেদুল ইসলাম সুমন এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক বক্তব্য দেন।