শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

হরতালের সমর্থনে চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ জুলাই ২০২৫ | ৩:২৫ অপরাহ্ন


আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী হরতালের সমর্থনে কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে একদল যুবক মহাসড়কের ওপর টায়ারে আগুন দিয়ে বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা সরে যায়।

এ ঘটনার ভিডিওচিত্র চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীর ফেইসবুক আইডিতে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক মহাসড়কের পাশে টায়ারে আগুন দিচ্ছে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে। তাদের কয়েকজনের মাথায় হেলমেট ছিল। এসময় সড়কের অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল অব্যাহত ছিল।

চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক মঞ্জু নিজের ফেইসবুকে বিক্ষোভের ভিডিও পোস্ট করেছেন।

তিনি বলেন, “গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে দলীয় সভাপতি শেখ হাসিনা সারা দেশে হরতালের ডাক দিয়েছেন। দলের কর্মী হিসেবে আমরা হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছি।”

এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “কলেজ এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

গোপালগঞ্জে ‘দলীয় নেতাকর্মীদের ওপর নিপীড়নের’ প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো।