শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতৃবৃন্দের বৈঠক, শাপলা চত্বরের ঘটনার তদন্ত দাবি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ জুলাই ২০২৫ | ১০:৩৩ অপরাহ্ন


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হেফাজত নেতারা ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ, জাতিসংঘের মাধ্যমে ঘটনার তদন্ত এবং আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত “মিথ্যা” মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

হেফাজত সূত্রে জানা গেছে, বৈঠকে নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা করা।

২. ওই ঘটনার যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ।

৩. শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ অনুসন্ধানের পদক্ষেপ গ্রহণ।

৪. পূর্ববর্তী সরকারের আমলে হেফাজত নেতাকর্মী ও আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত সব “মিথ্যা” মামলা প্রত্যাহারের প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া।

বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন মাওলানা খলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমীসহ সিনিয়র নেতৃবৃন্দ।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রভাবশালী এই ধর্মীয় সংগঠনটির সঙ্গে এটিই প্রথম উচ্চ-পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।