চট্টগ্রাম: ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাইতে বলায় প্রতিউত্তরে এ কথা বলেন তিনি। শনিবার পটিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দুর্নীতি ঢাকতে বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছেন। এ ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। না হলে চরমমূল্য দিতে হবে বিএনপি’র মহাসচিবকে।
বিদায় কমিটির সভাপতি রাশেদ মনোয়ার এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।
সম্মেলনের নির্ধারিত কাউন্সিলে ৫৮৮ জন কাউন্সিলরের সম্মতির ভিত্তিতে আ ক ম শামসুজ্জামানকে সভাপতি এবং পৌর মেয়র হারুনুর রশীদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।