মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে র‌্যালি-আলোচনায় যুব দিবস পালিত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ অগাস্ট ২০২৫ | ৩:৪২ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সনদ বিতরণের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য নিয়ে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজাম্মেল হক চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য, মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ, মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী।

বক্তারা বলেন, যুব সমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকা শক্তি। তাই তাদের সুশিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে।

আলোচনা সভা শেষে ৬০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।