
হত্যাচেষ্টা ও মানহানির অভিযোগে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ সাতজনের বিরুদ্ধে খাগড়াছড়িতে আরও একটি মামলা হয়েছে; আদালতের নির্দেশে পুলিশ এখন অভিযোগটি তদন্ত করবে।
মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
বাদীর আইনজীবী আশরাফ রনি জানান, আদালতের বিচারক তারেক আজিজ রায়হান অভিযোগটি আমলে নিয়ে খাগড়াছড়ি সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক প্রফুল্লর ওপর ‘হত্যার উদ্দেশ্যে’ হামলা চালানো হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানো হয়।
এসব ঘটনা সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার ‘নির্দেশে’ ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুট্টো, নুরুল ইসলাম, এস এম রাব্বি, মোহাম্মদ মেহেদী হাসান ও রহিম মিয়া নাঈমসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।
বাদী প্রফুল্লসহ মোট ১২ জনকে মামলার সাক্ষী করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও নাশকতার অভিযোগে কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে। তিনি বর্তমানে পলাতক আছেন।