মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাবার রিকশার ব্যাটারি চুরির অভিযোগে ছেলেসহ গ্রেপ্তার ২

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০২৫ | ৮:১৯ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাবার ব্যাটারিচালিত অটোরিকশার চারটি ব্যাটারি চুরির অভিযোগে ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ; উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ব্যাটারিগুলোও।

গ্রেপ্তার দুজন হলেন- অভিযোগকারীর ছেলে মো. আরাফাত হোসেন (২২) এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকার তরিকুল ইসলামের ছেলে ভাঙারি দোকানি কামরুল ইসলাম (৩২)।

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শফাতুল মাজদার জানান, সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার পোমরা ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেক ওরফে মানিকের অটোরিকশা থেকে সোমবার দিনের বেলায় এক লাখ টাকা মূল্যের চারটি ব্যাটারি চুরি হয়ে যায়।

এ ঘটনায় আব্দুল মালেক থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে।

ওসি শফাতুল মাজদার বলেন, “তদন্তের এক পর্যায়ে অভিযোগকারীর ছেলে আরাফাতকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা স্বীকার করেন এবং চোরাই মাল যার কাছে বিক্রি করেছেন, সেই কামরুলের নাম বলেন।”

“পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে কামরুলের ভাঙারির দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরি হওয়া চারটি ব্যাটারি উদ্ধার এবং কামরুলকে গ্রেপ্তার করা হয়।”

এ ঘটনায় আব্দুল মালেক বাদী হয়ে গ্রেপ্তার দুজন এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা করেছেন।