
চট্টগ্রামের ফটিকছড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৪০টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন দুই শতাধিক তরুণ-তরুণী।
‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকো)’ প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ আইটি ভ্যানের মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
মঙ্গলবার ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী জানান, দুই মাস মেয়াদী ‘কম্পিউটার ও নেটওয়ার্কিং’ বিষয়ে প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলে সাড়ে তিনশ আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ২৩৭ জন প্রার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
তিনি জানান, উত্তীর্ণদের মধ্য থেকে ২০ জন যুবক ও ২০ জন যুব মহিলাকে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে কোর্স শুরু হবে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, “তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এখন সময়ের দাবি। এ প্রশিক্ষণ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন।”
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছফিউল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।