মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জাতীয় মৎস্য পদক: কামাল উদ্দিন সওদাগরকে হাটহাজারীতে নাগরিক সংবর্ধনা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ অগাস্ট ২০২৫ | ৭:০৩ অপরাহ্ন


জাতীয় মৎস্য পদক পাওয়ায় হালদা নদী রক্ষা কমিটির সদস্য কামাল উদ্দিন সওদাগরকে চট্টগ্রামের হাটহাজারীতে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নোয়াহাট এলাকার হালদা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া।

নদী পরিব্রাজক দল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের উপ-পরিচালক ফারহানা লাভলী এবং চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কামাল উদ্দিন সওদাগর ছাড়াও বক্তব্য দেন রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর আশেক রাসূল রোকন, কাটিরহাট মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজিম, হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রমজান আলী, আইডিএফ হ্যাচারির ব্যবস্থাপক নুরুল হাকিম সউকী, সমাজকর্মী মোহাম্মদ মনছুর, রোশাংগীর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা হালদা নদী রক্ষায় কামাল উদ্দিন সওদাগরের অবদানের প্রশংসা করেন এবং জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় তাকে অভিনন্দন জানান।