মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে একদিনে ডেঙ্গু আক্রান্ত ৯, চিকুনগুনিয়ায় ৫৬

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৯ অগাস্ট ২০২৫ | ৭:০৭ অপরাহ্ন

Dengue
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯ জন ডেঙ্গু এবং ৫৬ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ৪ জন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এবং বাকি ৫ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

শুক্রবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে চট্টগ্রামে এ পর্যন্ত এক হাজার ৪৯৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। কেবল অগাস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ৬২৪ জন।

শনাক্ত রোগীদের মধ্যে ৭৬৪ জন চট্টগ্রাম নগরীর এবং ৭৩৫ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
অন্যদিকে, চলতি বছর জেলায় চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৪ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে সবচেয়ে বেশি ২৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া বাঁশখালীতে ১৪৫, লোহাগাড়ায় ৬৬, আনোয়ারায় ৬৪ এবং সাতকানিয়ায় ৪৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এর আগে ২০২৪ সালে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩২৩ জন এবং মৃত্যু হয়েছিল ৪৫ জনের। ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৮৭ এবং মৃতের সংখ্যা ১০৭। ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ৪১ জনের মৃত্যু হয়েছিল।