মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে এসে কুমিল্লার কিশোর আরিফ নিখোঁজ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩০ অগাস্ট ২০২৫ | ৯:৪৪ অপরাহ্ন


চট্টগ্রামের আনোয়ারায় চাচার বাসায় বেড়াতে এসে মো. আরিফ (১৪) নামে কুমিল্লার এক কিশোর নিখোঁজ হয়েছে।

গত ২১ অগাস্ট উপজেলার চাতরী ইউনিয়নের বেলচুড়া এলাকা থেকে নিখোঁজ হয় সে।

এ ঘটনায় আরিফের বাবা আবদুর রহমান আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়, আরিফ কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের বাসিন্দা। এক সপ্তাহ আগে সে আনোয়ারায় চাচার বাসায় বেড়াতে আসে। গত ২১ অগাস্ট কুমিল্লার নিজ বাড়ির উদ্দেশে চাচার বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরিফের বাবা আবদুর রহমান বলেন, “ছেলের সঙ্গে বাসা থেকে বের হওয়ার সময় মোবাইলে কথা হয়েছিল। সে বলেছিল মহানগর গোধূলি ট্রেনে করে কুমিল্লা ফিরবে। কিন্তু সে বাড়ি ফেরেনি।”

তিনি বলেন, “আমরা আনোয়ারা থানায় জিডি করেছি। আমার সন্তানের সন্ধান চাই। কেউ তার সন্ধান পেলে ০১৮২৪৭৯৭০৩৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি।”

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে। আমরা ছেলেটির সন্ধানে সর্বোচ্চ চেষ্টা করছি।”