
চট্টগ্রামের সাতকানিয়ায় জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে উঠান বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় নেতা এম এস আই হেলাল এবং উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা যুগ্ম সমন্বয়কারী এস এম ইউনুছ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল ইসলাম আরিফ বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই আমাদের মূল ভরসা।”
তিনি তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তৌহিদুল ইসলাম মাসুমের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক মোহাম্মদ সিফাত, রাকিবুল হাসান, সেলিম উদ্দিন এবং সৈয়দ ইমরান।
এছাড়া বাকলিয়া থানা সংগঠক শাদমানুর রহমান ও চট্টগ্রাম মহানগর সংগঠক সাজ্জাদ হোসেনও বৈঠকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে এ ধরনের উঠান বৈঠক কার্যকর ভূমিকা পালন করবে।
বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দলীয় কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।