মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সংঘর্ষে আহত ৬০ শিক্ষার্থী, পরীক্ষা স্থগিত করল চবি কর্তৃপক্ষ

চবিতে থমথমে পরিস্থিতি, ক্লাস চলবে
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০২৫ | ১১:৫১ পূর্বাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব বিভাগের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। তবে ক্লাস ও শাটল ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

শনিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এই সংঘর্ষে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১২টার দিকে ২ নম্বর গেট সংলগ্ন একটি ভবনের দারোয়ান এক ছাত্রীকে মারধর করলে ঘটনার সূত্রপাত হয়। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করতে গেলে দারোয়ান পালিয়ে যান। শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, আহতদের মধ্যে দুজনের শরীরে ধারালো অস্ত্রের জখম রয়েছে এবং বাকিরা লাঠিসোঁটা ও ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন। তিনি বলেন, “একসঙ্গে এত আহত শিক্ষার্থী আগে দেখিনি। তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়েছে।”

আহতদের হাসপাতালে নিতে সহায়তা করা নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান জানান, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন আহত শিক্ষার্থীকে চিকিৎসা নিতে দেখেছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সহ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, “এতগুলো শিক্ষার্থী আহত হয়েছে, এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব। আমরা ইতোমধ্যে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ আরিফ জানান, উপাচার্য, সহ-উপাচার্য ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।